জোড়গাছা ইউপির ৫ নং ওয়ার্ড সোনাকানিয়া গ্রামে।
১। বগুড়া জেলা থেকে সরাসরি চেলোপাড়া সিএনজি ষ্ট্যান্ড এসে চরপাড়ার সিএনজি'তে উঠতে হবে (ভাড়া-৩০ টাকা)। চরপাড়া নামার পর সোনাকানিয়া গুড়াভাঙ্গা যাবো বললেই যেকোন গাড়িওয়ালা আপনাকে/আপনাদেরকে সেখানে পৌছিয়ে দেবে। ২। সোনাতলা উপজেলা থেকে আসতে হলে আপনাকে ভেলুরপাড়া পর্যন্ত আসবে, এইরকম গাড়ীতে উঠতে হবে। (ভাড়া - সিএনজি ১৫ টাকা অথবা নছিমন-১২ টাকা)। তারপর নেমে সোনাকানিয়া গুড়াভাঙ্গা যাবো বললেই যেকোন গাড়িওয়ালা আপনাকে/আপনাদেরকে সেখানে পৌছিয়ে দেবে। সর্বশেষ আপডেট - ২০/০৯/২০১৪ ইং
0
নদীর তিন মাতা এইখানে একত্রিত হয়েছে।
খুব সুন্দর জায়গা এইটা।
আপনিও দেখে আসতে পারেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS