Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Sonaknia Grabbhanga River (Teetha)
Location

জোড়গাছা ইউপির ৫ নং ওয়ার্ড সোনাকানিয়া গ্রামে।

Transportation

১। বগুড়া জেলা থেকে সরাসরি চেলোপাড়া সিএনজি ষ্ট্যান্ড এসে চরপাড়ার সিএনজি'তে উঠতে হবে (ভাড়া-৩০ টাকা)। চরপাড়া নামার পর সোনাকানিয়া গুড়াভাঙ্গা যাবো বললেই যেকোন গাড়িওয়ালা আপনাকে/আপনাদেরকে সেখানে পৌছিয়ে দেবে। ২। সোনাতলা উপজেলা থেকে আসতে হলে আপনাকে ভেলুরপাড়া পর্যন্ত আসবে, এইরকম গাড়ীতে উঠতে হবে। (ভাড়া - সিএনজি ১৫ টাকা অথবা নছিমন-১২ টাকা)। তারপর নেমে সোনাকানিয়া গুড়াভাঙ্গা যাবো বললেই যেকোন গাড়িওয়ালা আপনাকে/আপনাদেরকে সেখানে পৌছিয়ে দেবে। সর্বশেষ আপডেট - ২০/০৯/২০১৪ ইং

Contact

0

Details

নদীর তিন মাতা এইখানে একত্রিত হয়েছে।

খুব সুন্দর জায়গা এইটা।

আপনিও দেখে আসতে পারেন।